ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

আটলান্টায় আইয়ুব বাচ্চুর কনসার্ট

রুমী কবীর, আটলান্টা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আটলান্টায় আইয়ুব বাচ্চুর কনসার্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আটলান্টা: যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে এক কনসার্টে গান গেয়ে দর্শক মাতালেন জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড দল এলআরবি।

রোববার (১৬ আগস্ট) আটলান্টা শহরের বার্কমার হাই স্কুল মিলনায়তনে রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ কনসার্ট অনুষ্ঠিত হয়।



এ দিন ওই মিলনায়তনে এলআরবি’র মন মাতানো গানে দর্শক ও শ্রোতাদের উচ্ছ্বাসে এক উৎসবম‍ুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় এলআরবির সদস্য স্বপন, রোমেল ও শামীমসহ অন্যরা বাদ্য যন্ত্র বাজিয়ে কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুকে সহযোগিতা করেন।

কনসার্টে-আমি তো প্রেমে পড়িনি/ আমি কষ্ট পেতে ভালোবাসি/ সেই তুমি কেন এতো অচেনা হলে/ তারা ভরা রাতে এবং মাধবী থেকে শুরু করে দর্শক নন্দিত বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন আইয়ুব বাচ্চু।

অনুষ্ঠানের শুরতে জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরেফিন বাবুলের তত্ত্বাবধানে সম্প্রতি আটলান্টার পরিচিত ব্যক্তিত্ব ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সালাহ উদ্দিন জামিলের আকস্মিক মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষে এ কনসার্টের আয়োজক আরেফিন বাবুল সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সংবাদকর্মী রুমী কবীর।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ