ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি-সম্পাদক বহিষ্কৃত

আটলান্টা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি-সম্পাদক বহিষ্কৃত

আটলান্টা (জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক কমিটির সভাপতি মেজবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুখ চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।



অপরদিকে, জর্জিয়া আওয়ামী লীগ দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদকে দল থেকে অব্যাহতি দিয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দলের মধ্যে অনৈক্য সৃষ্টি এবং অসাংগঠনিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
জানা যায়, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১ আগস্ট জানানো হয়, গঠনতন্ত্রের ৪৬ক ধারা মতে এ পদ থেকে নাহিদেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

এ বিষয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মেজবাহ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলমকে ২০১৩ সালের ১৫ জুন দল থেকে বহিষ্কার করা করেছে।

তারা জানান, যুক্তরাষ্ট্র যুবলীগের তারেকুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিই কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি।  

** বিভক্তির উৎস নিউইয়র্ক যুবলীগে!

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ