ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

আটলান্টায় বাংলাদেশ কমিউনিটিতে ইফতার

রুমী কবির, আটলান্টা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আটলান্টায় বাংলাদেশ কমিউনিটিতে ইফতার ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রধান শহর জর্জিয়া রাজ্যের আটলান্টায় বাংলাদেশি কমিউনিটিতে ইফতার পার্টির আমেজ বিরাজ করছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এসব ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে।



আটলান্টার ইফতার পার্টির প্রথম আয়োজনটি ছিল ৫ জুলাই রোববার। জর্জিয়া বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলটির  সভাপতি সাকুর মিন্টুর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান আজাদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ জামান ঝন্টু, জসিম উদ্দিন, ডিউক খান, এনামুল হুদা, নাহিদুল খান সাহেল, মামুন শরীফ প্রমুখ।

একই দিনে দলের দলটির আরেকটি অংশের (তওহিদ-মিলন) উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি জর্জিয়া যুবদলের সাবেক সভাপতি আল হারুন, সংগঠনের সভাপতি হামিদুর রহমান তওহিদ, সাধারণ সম্পাদক আবু নাসের মিলন, মোহন জব্বার, মহিন উদ্দিন দুলাল প্রমুখ।

স্থানীয় সময় ০৬ জুলাই সোমবার আটলান্টার লিলবার্ন ক্যাফে রেস্তোরাঁয়  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক। আর সাধারণ সম্পাদক মোহন জব্বারের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী, স্পোর্টস ফেডারেশনের উপদেষ্টা নূর জিন্নাহ মনি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ সম্পাদক ও  সহ সভাপতি আহমাদুর রহমান পারভেজ ও মিনহাজুল ইসলাম বাদল, বাংলাধারার সমন্বয়কারী মাহবুবুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল হক, শেখ জামাল, অসীম সাহা, আওলাদ হোসেন, মাহরুফুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ এমদাদ, মুহাম্মদ রুবন, সুভাষ সাহা, নাজরিন আকতার, মোসাম্মৎ আরজু, শাহিদা পারভীন, শামিমা আকতার, মোহাম্মদ আনোয়ার ডাবলু, মোহাম্মদ জহুরুল,  মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নেহাল মাহমুদ, সাকিরা আলী বাচ্চি, সৈয়দ মুরাদ, ইলিয়াস হাসান, হাসান খান, সৈয়দ কামরান, দেবযানী সাহা, উত্তম দে, রাশেদ চৌধুরী, আবুল হাশেম।

এদিকে রমজানের শেষ দশকে রোজার দিনগুলোতে আরও বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  

বিভিন্ন সংগঠন সূত্র জানায়, আগামী ১২ জুলাই রোববার জর্জিয়া আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

সংগঠনের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান বাংলাদেশি প্রবাসীদের অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এর পরদিন ১৩ জুলাই জর্জিয়া যুবলীগের উদ্যোগে ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মুহাম্মদ আলী মানিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।  

এছাড়া ১২ জুলাই বার্ষিক দাবা ও কেরাম প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন অব জর্জিয়া।

সংগঠনের সভাপতি জয়নাল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণসহ ইফতার মাহফিলে যোগ দিতে ক্রীড়ামোদী প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ