ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

কাজী মনিরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ২০, ২০১৫
কাজী মনিরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, কাজী মনিরুল হক প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রেখেছেন। প্রবাসীদের কল্যাণে অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।

কাজী মনিরুল ইসলাম নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি তিনি দেশে এসে চট্টগ্রামে অবস্থান করছিলেন। সেখানেই বুধবার(২০ মে’২০১৫) সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময় ১৯৪১ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ