ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান যুক্তরাষ্ট্রের

শিহাবউদ্দীন কিসলু,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউইয়র্ক: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতে সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযত আচরণের চর্চা ও নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

এছাড়া বিবৃতিতে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে হামলার নিন্দাও জানায়।

বিবৃতিতে সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর হামলায় বিস্ময় প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানায়, ‘গণতান্ত্রিক বাংলাদেশে এহেন উগ্র এবং কাপুরুষোচিত হামলার কোনো যুক্তি থাকতে পারে না। ’

মঙ্গলবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র মেরি হার্ফ-এর পাঠানো এ বিবিতিতে রিয়াজ রহমানের ওপর হামলায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
 
পাশাপাশি জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ