ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

সৈয়দ আশরাফের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
সৈয়দ আশরাফের পদত্যাগের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে কটুক্তি করায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন।

সোমবার (২৩ ডিসেম্বর) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

‘বাংলাদেশি আমেরিকান সিটিজেনস ফোরাম’ নামের একটি সংগঠন এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন বলেন, বাংলাদেশের একজন মন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের ব্যাপারে এ জাতীয় কটুক্তি করার সাহস পায় কোথা থেকে! এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসস্পর্ককে অচিরেই নষ্ট করবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান জিল্লু, জসিম উদ্দিন ভুঁইয়া, এম এ খালেক আকন্দ, সারোয়ার খান বাবু, হাজী মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ