ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে অসুস্থ জাহাঙ্গীর আলমকে দেখতে হাসপাতালে ড. মোমেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
নিউইয়র্কে অসুস্থ জাহাঙ্গীর আলমকে দেখতে হাসপাতালে ড. মোমেন

ঢাকা: নিউইয়র্কে বাঙালি কমিউনিটির ‍অন্যতম সংগঠক, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচিত সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গুরুতর অসুস্থ জাহাঙ্গীর আলমকে দেখতে স্লোন মেমোরিয়াল হাসপাতালে যান জাতিসংঘে মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে তিনি হাসপাতালে যান।



তিনি জাহাঙ্গীর আলমের শয্যা পাশে বসে চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীন আলম উপস্থিত ছিলেন।

ড. মোমেন পারভীন আলমের কাছে জানতে চান, তার স্বামীর চিকিৎসায় আর্থিক কোনো সমস্যা হচ্ছে কিনা। এছাড়া, হাসপাতালে চিকিৎসকরা তার চিকিৎসা সেবা সঠিকভাবে দিচ্ছেন কিনা সে ব্যাপারেও খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ