ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

৫ জানুয়ারির নির্বাচন অবাধ-স্বচ্ছ মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
৫ জানুয়ারির নির্বাচন অবাধ-স্বচ্ছ মনে করে আন্তর্জাতিক সম্প্রদায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক:  বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়েছে বলেই মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই সঙ্গে বর্তমানে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সক্রিয় থাকার কারণে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নভুক্ত (আইপিইউ) সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে।



শনিবার (বাংলাদেশে রোববার) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আইপিইউ প্রেসিডেন্ট, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী  এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।

চৌধুরী বলেন, বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। শুধু তাই নয়, আজ আন্তর্জাতিক মহলে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশ মডেল হিসেবে আলোচিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে আইপিইউ প্রায় ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। আইপিইউ’র ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বাংলাদেশের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাংলাদেশের জন্য এটি শুধুমাত্র বিরল সম্মানেরই নয়,  বাংলাদেশে বর্তমান সংসদীয় গণতন্ত্রের বিশাল স্বীকৃতি দিয়েছে এই বিজয়। এ বিজয় জাতীয় অর্জন। এটি দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সবার উচিত জাতীয় লক্ষ্য অর্জন ও বিজয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সদস্যভুক্ত ১৬৬ রাষ্ট্রের বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। কোনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যাহত হলে আইপিইউ তার বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে।

এর প্রমাণ, আইপিইউতে বাংলাদেশের সদস্য পদ তিনবার স্থগিত হয়েছে। (১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর; ১৯৮২ সালে সামরিক শাসন জারির পর এবং ২০০৭ সালে ওয়ান ইলেভেনের মাধ্যমে দীর্ঘ মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার আসার পর)।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আইপিইউ’র নির্বাচনের আগে দুই/একটি দেশ ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের দুই/একটি দল অংশগ্রহণ না করার কথা উল্লেখ করে নির্বাচনের সর্বজনীন গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা সে আলোচনা সামনে নিয়ে আসেন।

তবে আমাদের উত্তরে তারা সম্মত হয়েছেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়ার অনিবার্য অংশ নির্বাচনী কার্যক্রমে কোনো দলবিশেষ অংশগ্রহণ না করলে গণতন্ত্র থেমে থাকতে পারে না। অন্য সব দেশও এ বক্তব্যকে সমর্থন করে আমাদের ভোট দেয়।

জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানরত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নিউইয়র্ক অবস্থান করছেন।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন ও প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ আজ আঞ্চলিক পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে। এ সব সাফল্য জাতিসংঘে বাংলাদেশের ইমেজ আরো বাড়িয়ে দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চূড়ান্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে; যেভাবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি; দেশ স্বাধীন হয়েছে; ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছি; ভাষার মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন বলেন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের ধারাবাহিক সাফল্যে বাংলাদেশ আজ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ