ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিজামীর ফাঁসির রায়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
নিজামীর ফাঁসির রায়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সন্তোষ মতিউর রহমান নিজামী

নিউইয়র্ক: একাত্তরে বুদ্ধিজীবী হত্যার মূলহোতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিরা।

বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুদ্ধিজীবী ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে আলবদর বাহিনীর শীর্ষনেতা নিজামী বিরুদ্ধে এ আদেশ দেয়।

  

রায়ের পর যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি নেতারা এক যৌথ বিবৃতি আদালত ঘোষিত রায়কে অভিন্দন জানিয়ে বলেন, এ রায়ে জাতির আশা-আকাঙ্খার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেছে, মুক্তিযুদ্ধের লাখো শহীদের ঋণ কিছুটা ভারমুক্ত হলো।

তারা বলেন, এ রায়ের মধ্য দিয়ে জাতি আইনের শাসন প্রতিষ্ঠায় আরো একধাপ এগিয়ে গেল। রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান প্রবাসীরা।

বিবৃতিতে স্বাক্ষর করেন, মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আশরাফুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুন নবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি খুরশিদ আনোয়ার বাবলু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক শরাফ সরকার, এবিসিডিআই এর সাধারণ সম্পাদক আলী হাসান কিবরিয়া অনু, শেখ হাসিনা মঞ্চ এর সভাপতি জালালউদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, ডা. টমাস দুলু রায়, আওয়ামী লীগ নেতা রমেশ নাথ, মো. আখতার হোসেন, মো. আক্কাস আলী, ডা. আ. খালেক, ডা: অজয়, ডা: কামাল,  যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু,  মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী নন্টু, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন, স্বাধীনতা চেতনা মঞ্চের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজল আরিফিন, সাংবাদিক মুজাহিদ আনসারী, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা আলাউউদ্দিন, মুক্তিযোদ্ধা এ বি সিদ্দীকি, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, ছাত্রনেতা সাইদুর রহমান বেনু, সুবল দেবনাথ, মো: খলিলুর রহমান, সাহাদত হোসেন, অ্যাডভোকেট নিজামউদ্দিন, আ: লতিফ বিশ্বাস, মঞ্জুর চৌধুরী, প্রবীর গুণ, শেখ নাসির উদ্দিন, সাংস্কৃতিককর্মী জে এইচ আরজু ও জলি কর, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট মোর্শেদা আশরাফ, কবি নিখিল রায়, আওয়ামী লীগ নেতা আলহাজ নূরে আজম বাবু, নাজমুল ইসলাম চৌধুরী, মো. রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য, মো. লুৎফর রহমান খান, মো. হারুন, মিসেস সিসিলিয়া আরজু, মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা বদরুল হোসেন খান, তোফায়েল আহমদ চৌধুরী, কামাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন মাসুদ, রাফায়েত উল্লাহ চৌধুরী, সিরাজুল ইসলাম সরকার, আ. গোলাম কুদ্দুস, মো. তাজু মিয়া, জহিরুল ইসলাম, মো. আলতাফ মিয়া, মুকতাদির চৌধুরী, ইঞ্জিনিয়ার বজলুল রহমান, ওয়ালী হোসেন, শিমুল আহমদ, ভূঁইয়া আহসান হাবিব, দেলোয়ার মোল্ল্যা, এম এ ইসলাম মানিক, সালাউদ্দিন বিপ্লব, মোতাহার হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, কোহিনুর আকতার চৌধুরী, মাস্টার আবু মোতাহার হোসেন, মো. আলতাফ মিয়া, মো. আবুল খায়ের, মো. উলফত মোল্যা, মিথুন জুবেরী কোকো, হাসান আহমেদ, বি জামান ও খলিলুর রহমান খোকন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ