ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক

কুনু সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
কুনু সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্কের নির্বাচনে সভাপতি পদে আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম হাওলাদারকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ সোসাইটির ১৯টি পদের অধিকাংশ পদেই কুনু-রহিম প্যানেল বিজয়ী হয়েছে।

 

তবে প্রতিদ্বন্দ্বী কামাল-সানি প্যানেল ভোটিং মেশিনে কারসাজি এবং ভোট গণনা নিয়ে অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে পূনরায় ভোট গণনার আবেদন জানিয়েছে।

স্থানীয় সময় রোববার কুইন্স ও ব্রুকলীনের দু’টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সোসাইটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী, সাহিত্য সম্পাদক কাজী ওয়াহিদ এলিন, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী এবং কার্যকরী সদস্য এ কে এম, রফিকুল ইসলাম ডালিম, নাদির এ আইয়ুব, সিরাজুল হক জামাল, নাসির উদ্দিন আহমেদ ও আবুল কাশেম চৌধুরী। ষষ্ঠ কার্যকরী সদস্য পদে সাইকুল ইসলাম ও সৈয়দ ইলিয়াস খসরু সমান ভোট পাওয়ায় এ পদটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
kisslu_2
এদিকে ভোটগ্রহণের সময় সকাল থেকেই নির্বাচনকে ঘিরে কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ কেন্দ্রে খাবার, পান, ছোলা-মুড়ির দোকান বসে যায়। সেখানে বাংলা ছায়াছবির গানও বাজতে দেখা যায়। সব বয়সী প্রবাসীরা ভোটকেন্দ্রে হাজির ছিলেন। তাদের কেউ ভোট দিতে, কেউ প্রচারণায় ব্যস্ত সময় কাটান।

পুরো এলাকাজুড়েই ছিল ভোটারদের আনা-নেওয়া কিংবা প্রচারণায় ব্যবহৃত প্রার্থীদের পোস্টারে ছেয়ে যাওয়া গাড়ির বহর।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দু’টি প্যানেলেই আওয়ামী লীগ ও বিএনপি ধারার রাজনীতির সংমিশ্রন ঘটেছে। নবনির্বাচিত সভাপতি আজমল হোসন কুনু যুক্তরাষ্ট্র বিএপির সহ সভাপতি। বিদায়ী সভাপতি ও এবারও প্রার্থী হওয়া কামাল আহমেদ নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ সভাপতি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক শক্তির বৃহৎ অংশ সমর্থন দিয়েছে আজমল হোসেন কুনুকে। এক্ষেত্রে সভাপতি পদে দুই প্রার্থীরই বাড়ি বাংলাদেশের একই এলাকায় হওয়ায় প্রবাসে আঞ্চলিক রাজনীতির বিভাজনও জয়-পরাজয়ে ভূমিকা রেখেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই মন্তব্য করেছেন।  
Kislu_1
নবনির্বাচিত সভাপতি আজমল হোসেন কুনু বাংলানিউজকে বলেছেন, তিনি বাংলাদেশ সোসাইটকে দল-মতের উর্ধ্বে বাংলাদেশিদের সংগঠনে পরিণত করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ