ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

মায়ের জন্মদিনে কেক কাটলেন ছেলে-মেয়ে

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
মায়ের জন্মদিনে কেক কাটলেন ছেলে-মেয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: মধ্যরাতে কেক কেটে অনাড়ম্বর জন্মদিন পালন করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে প্রধানমন্ত্রীর সামনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা হোসেন পুতুল এ কেক কাটেন।


 
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন ও তার পরিবারের সদস্য এবং মিশনের কয়েকজন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
 
পরে রোববার সকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ফুলের তোড়া পাঠানো হয় বলে জানায় জাতিসংঘ স্থায়ী মিশন।
 
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ