ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

মার্কিন প্রেসিডেন্টের কাছে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
মার্কিন প্রেসিডেন্টের কাছে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরিচয়পত্র পেশ করেছেন সে দেশে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিন।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ওয়াশিংটনে হোয়াইট হাউসে তিনি আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন।



প্রেসিডেন্টের ওভাল অফিসে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ওবামা রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের পরিচয়পত্র গ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রদূত জিয়াউদ্দিন প্রেসিডেন্ট ওবামাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

সুবিধাজনক সময়ে বারাক ওবামাকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণও পৌঁছে দেন নবনিযুক্ত রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।   
    
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বর্তমান সম্পর্ককে ‘সর্বোচ্চ পর্যায়’ বলে উল্লেখ করে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথের এক ‘পরীক্ষিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।  

ওবামা প্রশাসনের চারটি গ্লোবাল ইনিশিয়েটিভ, ফিড দ্য ফিউচার, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং মুসলিম বিশ্বের সঙ্গে সংযুক্তির সবকটিতে বাংলাদেশকে যুক্ত করায় তিনি প্রেসিডেন্ট ওবামার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। Bangladesh_family_1
এ সময় রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাস দমন ও সবধরনের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র ও  অন্যান্য বন্ধু রাষ্ট্রের সমর্থনকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত গভীরভাবে মুল্যায়ন করে থাকে।   

প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং নিজেদের অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে উভয় দেশ একযোগে কাজ করে যাবে।

এসময় তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনকালে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।   

এর আগে সকাল নয়টায় চিফ অব প্রটোকলের প্রতিনিধিরা রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যদের তার বাসভবন থেকে নিরাপত্তা দিয়ে হোয়াইট হাউসে নিয়ে যান।

পরিচয়পত্র প্রদানের পর চিফ অব প্রটোকলের প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তাদের সম্মানে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বাংলাদেশ হাউসে সংবর্ধনার আয়োজন করেন। এ উপলক্ষে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সন্ধ্যায় রাষ্ট্রদূতের সম্মানে নৈশভোজেরও আয়োজন করা হয়।   

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ