ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশের প্রশংসায় কংগ্রেসম্যান হুইটফিল্ড

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২০, ২০১৪
বাংলাদেশের প্রশংসায় কংগ্রেসম্যান হুইটফিল্ড

নিউইয়র্ক: অর্থনৈতিক ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত উপ-কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান অ্যাডভোকেট হুইটফিল্ড। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সোমবার হুইটফিল্ডের ক্যাপিটল হিলস্থ কার্যালয়ে সাক্ষাত করতে গেলে বাংলাদেশের বিষয়ে তিনি এই প্রশংসা করেন।



এদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা আগামী ৩০ মে কংগ্রেসের জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত উপ-কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান অ্যাডভোকেট হুইটফিল্ডের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা এ বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করবেন বলেও সূত্রটি জানায়।

বৈঠকে  বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত এবং নবায়নযোগ্য সৌরশক্তির সম্ভাবনা আলোচনায় গুরুত্ব পাবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।  

রাষ্ট্রদূত কাদের সোমবার কংগ্রেসম্যান অ্যাডভোকেট হুইটফিল্ড’র সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশের  তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকারের বিষয় অবহিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তৈরি পোশাক শিল্পকে একটি পরিচ্ছন্ন, সম্মানজনক ও উৎপাদনমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য  উন্নয়ন সহযোগীদের পরামর্শ অনুযায়ী, শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকার সংরক্ষণে বাংলাদেশ নিরলস কাজ করে যাচ্ছে।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে বাংলানিউজকে জানায়, রাষ্ট্রদূত কাদের কংগ্রেসম্যানকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে অবহিত করে জানান, ১৬ কোটি জনসংখ্যা নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ৬ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ এরইমধ্যে জলাবদ্ধ ও লবণাক্ত মাটিতে ধান উৎপাদনের টেকসহ পদ্ধতি উদ্ভাবন করেছে।

এছাড়া কংগ্রেসম্যান হুইটফিল্ডকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল সম্পর্কে অবহিত করে রাষ্ট্রদূত কাদের বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন, শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার সংরক্ষণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল সংক্রান্ত একটি ব্রিফিং নোট কংগ্রেসম্যান হুইটফিল্ড এর হাতে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ২০, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ