ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

প্রবাসীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বললেন মায়া

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
প্রবাসীদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বললেন মায়া ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

নিউইয়র্ক: প্রবাসীদের দেশে ফেরার প্রস্তুতি নেবার আহ্বান জানালেন দ‍ুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ‘সাকসেস স্টোরি অব দি শেখ হাসিনা গভর্নমেন্ট অ্যান্ড হিরোইক হিস্টোরি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।



প্রবাসীদের আশার বাণী শুনিয়ে তিনি বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী ২০১৯ সালের মধ্যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। তখন বাংলাদেশ থেকে আর কেউ বিদেশে আসতে চাইবে না বরং প্রবাসীরাই প্রিয় মাতৃভূমিতে ফিরে যেতে চাইবেন। তাই আপনারা কষ্টের এই প্রবাস ছেড়ে দেশে ফেরার প্রস্তুতি এখনই নিতে শুরু করুন। ”

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,বাংলাদেশ আজ দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই সরকারের সফলতার সুফল জনগণ পেতে শুরু করেছে।

দেশের স্বার্থেই আওয়ামী লীগ সরকারকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে প্রবাসীদের সমর্থন চেয়ে মন্ত্রী মায়া আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উচু করে  দাঁড়াবে। তিনি এও বলেন ২০১৪ সালের পরে বাংলাদেশের অভিধান থেকে ‘বিদ্যুতের লোডশেডিং’ শব্দটি হারিয়ে যাবে।

উচ্চ শিক্ষা, চাকরি এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন একটি উপযুক্ত দেশ বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপিনেত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের বক্তব্যের তীব্র সমালোচনা করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। অথচ বেগম জিয়া ও তারেক রহমান পাগলের প্রলাপ বকছেন।

তিনি বলেন, ‘একইভাবে বেগম জিয়া’র ৩টি পৃথক জন্মদিন। নির্লজ্জ ও ন্যক্কারজনকভাবে তিনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কেটে নিজের উদযাপন করেন।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি। ’৭১ এর ঘাতকদের ঔরসজাত বিএনপি ’৭১ এর পরাজিত শক্তির হয়ে জিএসপি (জেনারাইলজ সিস্টেম অব প্রেফারেন্সেস) সুবিধা বাতিলসহ সুপরিকল্পিতভাবে দেশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোনো সুস্থ মানুষ এটা চিন্তাও করতে পারে না।

তিনি বলেন, ৭১-এ যে পাক হানাদার, রাজাকার ও আলবদরদের বিরুদ্ধে লড়াই করেছি আজও সেই একই শক্তির বিরুদ্ধে লড়াই করছি। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ৭১’র ঘাতক মুসলিম লীগ, রাজাকার আলবদরদের সাথে নিয়ে বিএনপির জন্ম দিয়েছিলেন। তারা কোনভাবেই দেশের মঙ্গল চায় না।

তিনি বলেন, তারেক রহমানের কথা হালকাভাবে নেয়ার সুযোগ নেই, এটা সুগভীর ষড়যন্ত্রের প্রকাশ।

নতুন প্রজন্মকে মিথ্যাচারে নিমজ্জিত করতে স‍ুদূরপ্রসারী কৌশল হিসেবে আজ দেশে মিথ্যাচার করা হচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিজের নিজের অবস্থানে থেকে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট কামরুল বলেন, এরা দেশটাকে ধ্বংস করতে, মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলতে, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিনষ্ট করতে দেশের মানুষের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত।

এদের রাজনৈতিক প্রতিপক্ষ ভাবলে ভুল হবে, এরা শত্রুপক্ষ, ৭১ এর পাক হানাদারদের মত আজও এদের শত্রুপক্ষ বলেই বিবেচনা করতে হবে।

শেখ হাসিনার সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে কামরুল আরও বলেন, শেখ হাসিনার সরকার দেশে আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামো সহ সব ক্ষেত্রের উন্নয়নে সফলতা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সেমিনারে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, মাহবুবুর রহমান, নাজমুল ইসলাম, লুৎফুর করিম, আব্দুস সামাদ আজাদ, আইরিন পারভিন, আব্দুর রহিম বাদশা, মোজাহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকি, শাহ মো. বখতিয়ার, আশরাফুজ্জামান, সোলেমান আলী, কাজী মনির ইসলাম, মাহবুবুর রহমান টুকু, শাহানারা রহমান, শামসুল আবেদীন, আজিজুর রহমান সাবু, জহিরুল ইসলাম, আলী হোসেন গজনবী, আতাউল গণি আসাদ, এম আনোয়ার, এম আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, মজিবুর রহমান মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, একেএম আলমগীর, ইমদাদুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল পাশা মানিক, কামাল আহমেদ, শামিউল আলম সুমন, ইকবাল প্রমুখ।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহানারা রহমান, আইরিন পারভীন, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমদ, সাখাওয়াত বিশ্বাস, কবির হোসেন, তুরান,  আনিসুজ্জামান, রাজু, জেড এ জয় ও জাহাঙ্গীর এইচ মিয়া।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ