ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থি ও অভিগমন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান ক্লেয়ার রিচার্ডের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৪টায় স্টেট ডিপার্টমেন্টে তারা এ বৈঠক করেছেন।



সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা ও শরণার্থি সমস্যা ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র সচিব ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এসময় তিনি দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৬ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ