ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থার্টি ফার্স্টে অতিরিক্ত মদ্যপান, যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
থার্টি ফার্স্টে অতিরিক্ত মদ্যপান, যুবকের মৃত্যু

রাজশাহী: ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে আছাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ জানুয়ারি) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও ৯ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষবরণের পিকনিকে তারা মদ্যপান করেছিলেন।

আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালি থানার সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিল।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকার হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মো. মন্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে তাশিক ইসলাম (৩২), আব্দুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ভাবলু (২৭), সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন (৩০), লালচান মিয়ার ছেলে মো. মিঠু (৩২) ও কাটাখালি থানা এলাকার সমসাদিপুর এলাকার রমজান আলীর ছেলে মো. পারভেজ (২২)।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আছাদুল ইসলাম থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করেছিল। পরে সে শনিবার (১ জানুয়ারি) রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। এছাড়া অন্যদের রোববার (২ জানুয়ারি) একই হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার সবাই 'রয়্যাল' নামক মদপান করে অসুস্থ হয়েছেন।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (রামেক) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করায় আছাদুল ইসলাম নামের ওই যুবক রামেক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহ বর্তমানে মরচুয়ারিতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অসুস্থরাও হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।