ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে ব্যাপারী খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
মধুপুরে ব্যাপারী খুন 

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।  

শনিবার (০১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মহিষমারা জটাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবারক একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন গরু ব্যাপারী।

মোবারকের চাচাতো ভাই আনিসুর রহমান বাংলানিউজকে জানান, মধুপুরের তোরাপবাজার এলাকার হোসেন আলী নামে আরেক গরু ব্যাপারীর সঙ্গে মোবারকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে মোবারকের পেটে ছুরিকাঘাত করে আলী। এ সময় স্থানীয়রাআলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। আর গুরুতর আহত মোবারককে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বাংলানিউজকে জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।