ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরের সড়কে গেল ৩ জনের প্রাণ 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
জামালপুরের সড়কে গেল ৩ জনের প্রাণ  প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজন নিহত হয়েছেন।  

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলায় চর পলিশা ও ব্র্যাক মোড়ে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার দাগি এলাকার অটোরিকশাচালক মোহাম্মদ আলী (৫০) এবং সদর উপজেলার চন্দ্রা এলাকার আনন্দ (১৯) ও একই এলাকার সাগর (১৯)।

স্থানীয়রা জানান, মেলান্দহের চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ট ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার চাচাতো ভাই সাগর। পরে সাগরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সন্ধ্যার পর মেলান্দহ ব্র্যাক মোড় এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামের ইজিবাইকচালকের মৃত্যু হয়।  

মেলান্দহ থানার এসআই এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছে।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।