ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেলক্রসিংয়ে ট্রাক, ট্রেনের ধাক্কায় আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
রেলক্রসিংয়ে ট্রাক, ট্রেনের ধাক্কায় আহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে একটি অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের ২ জন আহত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ভোরে খড়বাহী ট্রাকটি রেলসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে লালমনির হাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনে চাকা খুলে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।