ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বাগেরহাটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বাগেরহাট: বাগেরহাটে সদর উপজেলায় মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এক যুবক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে খান জাহান আলী মাজার রোডে এ ঘটনা ঘটে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ হুমায়ুন কবীর (২৫) নামে এক যুবককে আটক করেছে। এসময় হত্যার কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার রণবিজয়পুর এলাকার ঈশান উদ্দিন মল্লিকের ছেলে। তার মাজার মোড়ে ছোট মুদির দোকান রয়েছে।

আটক হুমায়ুন কবীর সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত মহিদের ছেলে। তবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, খানজাহান আলী মাজার রোডে নিজ দোকান ঘরের মধ্যে লোহার রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রাতেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মূল হত্যাকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।