ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় ভ্যানচালকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আশুলিয়ায় কাভার্ডভ্যানচাপায় ভ্যানচালকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় রিপন মিয়া (৩৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া পাবনা জেলার ফরিদপুর থানার মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি আশুলিয়ার গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ভোরে ভ্যান চালিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিলেন রিপন। এসময় নরসিংপুর এলাকায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বাংলানিউজকে বলেন, পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।