ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লঞ্চে আগুন: নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার

ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
লঞ্চে আগুন: নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার লঞ্চে আগুন: নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পঞ্চম দিনে দগ্ধ আরও এক মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিষখালী নদীর চর ভাটারাকান্দা থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের এডি সুমন খান জানান, উদ্ধার হওয়া মরদেহটি ১৩-১৪ বছরের একজন কিশোরের। তার মুখে কিছুটা পোড়া দাগ রয়েছে। দুপুর একটার দিকে নদী তীরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা কোস্টগার্ডকে জানায়।

এর আগে, আজ সকালেও আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিষখালী নদীতে ভেসে উঠেছিল আরেকটি মরদেহ। এ নিয়ে ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছেন প্রশাসন।

বিষখালী, সুগন্ধা ও ধানসিঁড়ি নদীর মোহনায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম দিনেও মরদেহ উদ্ধারে তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেডএ

**সুগন্ধায় ভেসে উঠল তরুণের মুখ পোড়া মরদেহ
**সুগন্ধা নদীতে ল‌ঞ্চে আগুন: ৩৭ জনের মৃত্যু
**লঞ্চে আগুন: চালানোর অনুমোদন ছিল না মাস্টার-ড্রাইভারের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।