ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণ: আরও একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণ: আরও একজন গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইসরাফিল হুদা জয়কে (২৮) গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়সহ এ মামলায় এ পর্যন্ত  ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এরা হলেন- ইসরাফিল হুদা জয় (২৮), প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, রেজাউল করিম শাহাবুদ্দিন (২৫), মামুনুর রশীদ (২৮), মেহেদী হাসান (২১) ও হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার টুরিস্ট পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুরিস্ট পুলিশ চকরিয়া থেকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরেরকবিতা চত্বর রোড সংলগ্ন এক ঝুঁপড়ি ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে ওই নারীকে নিয়ে যাওয়া হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।