ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় ভাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় ভাটা শ্রমিক নিহত ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৩০) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুঁইয়াগাঁতী বাজারের দক্ষিণে লাঙলমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শহিদুল উপজেলার সরাই হাজীপুর গ্রামের বিশা শেখের ছেলে। আহতরা হলেন- রবিউল ইসলাম (৩৫) ও নয়ন মিয়া (১৬)।  

জানা গেছে, মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে উপজেলার ঘুড়কা এলাকার একটি ইটভাটাতে কাজে যাচ্ছিলেন তিন শ্রমিক। মহাসড়কের ভূঁইয়াগাতী এলাকার দক্ষিণ-পূর্বে লাঙলমোড়া সড়কের মাথায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে বগুড়ার শজিমেকে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান দুপুরে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।