ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নারীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নারীদের বিক্ষোভ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বাসা বাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বৈধ গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারী সমাজ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহর তলির ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না ও ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে সরবরাহ হলেও এ স্থানের মানুষ নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ না থাকার দীর্ঘদিন ধরে বাসা বাড়িতে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের।

এজন্য দ্রুত সময়ের মধ্যে বাসা বাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগ দেওয়ারও দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

পরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নারীরা বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারীরা ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।