ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
ফরিদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৮

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী পৃথক সহিংসতায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগরে চেয়ারম্যান পদে বিজয়ী আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বিজয়ের আনন্দে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় পরাজিত নৌকা প্রতীকের সমর্থকরা। এতে গুরুতর আহত হন ভীমপুর গ্রামের ওয়াজিদ শেখের ছেলে ফিরোজ শেখ (৬০) ও সিরাজ শেখ (৫৫), বাহিরনগর গ্রামের কুবাদ আলী মোল্যার ছেলে হিমায়েত হোসেন হিটলু। তাদের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে ফিরোজ ও সিরাজ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ হামলায় নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

অপরদিকে ময়না ইউনিয়নের বান্দুগ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরাজিত মেম্বার প্রার্থী মো. ওমর ফারুকের সমর্থক বান্দুগ্রামের ইমরান হোসেন, মোফাজেল পরামানিক, বশির মোল্যা, আব্দুর রহিম, নিটুল পরামানিক, খোকন বিশ্বাসসহ ৮ জন আহত হয়েছেন। আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. বাচ্চু মোল্যা ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।