ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন চায়না বাংলা গ্রুপের এমডি আনিছুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
চিরনিদ্রায় শায়িত হলেন চায়না বাংলা গ্রুপের এমডি আনিছুর রহমান

সাতক্ষীরা: অশ্রুসিক্ত ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চায়না বাংলা গ্রুপের এমডি এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরার বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, তার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। হাজারো মানুষের কর্মসংস্থান গড়ার কারিগর একেএম আনিছুর রহমানের জানাজায় অংশ নিতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

তার জানাযায় অংশ নেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সমাজ সেবক আব্দুল কালাম বাবলাসহ সাতক্ষীরার সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, এনজিওসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ।

প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দুবাই অবস্থানকালে একেএম আনিছুর রহমানের আকস্মিক হার্ট অ্যাটাক করে। এ সময় দুবাই শহরের আজমান খলিফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যাবতীয় আইনী প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর তার মরদেহ সাতক্ষীরায় পৌঁছালে সোমবার দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।