ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাক উল্টে রাস্তার পাশের ঘরে, ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
ট্রাক উল্টে রাস্তার পাশের ঘরে, ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের একটি ঘরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘুমন্ত স্বামী ও স্ত্রীর।

নিহতরা হলেন জয়নাল মিয়া (৪৫) ও তার স্ত্রী মানজন বেগম (৩৫)।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী সার বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নির্মাণাধীন রাস্তার পাশে থাকা জয়নালের ঘরের ওপর উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘরে ঘুমিয়ে থাকা জয়নাল ও তার স্ত্রী মানজন ঘটনাস্থলেই মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বাংলানিউজকে জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।