ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দখলমুক্ত থাকছে না সৈয়দপুরের ফুটপাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
দখলমুক্ত থাকছে না সৈয়দপুরের ফুটপাত উচ্ছেদের পরপরই ফুটপাত দখলে নিচ্ছেন দোকানিরা

নীলফামারী: নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত থাকছে না। উচ্ছেদের পরপরই দোকানিরা ফুটপাত দখলে নিয়ে নানা রকম পণ্যের পসরা বসিয়ে ব্যবসা করছেন।

ফলে ফুটপাতে চলাচলের সুযোগ পাচ্ছেন না পথচারীরা।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. সামসুল হক সড়ক, শেরেবাংলা সড়ক, শহীদ তুলশিরাম সড়কের (দিনাজপুর রোড) ফুটপাত দখলমুক্ত করেন বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু তিনি বদলির সঙ্গে সঙ্গে দোকানিরা পুনরায় ফুটপাত দখলে নিয়ে ব্যবসা শুরু করেন। মূল দোকানকে গুদাম আর ফুটপাতকে দোকান বানিয়ে ফেলেন।

ফুটপাতে পথচারীরা চলাচল করতে না পেয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভয়াবহ যানজটের কারণে শহর অতিক্রম করতে আধাঘন্টার বেশি সময় লাগছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি এই যানজটে আটকা পড়ছে।

সম্প্রতি সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম শহরের এসব ফুটপাত পুলিশের সহযোগিতায় দখলমুক্ত করেন । কিন্ত আবারও ফুটপাত দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে করে এ এলাকার মানুষরা নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ এ প্রসঙ্গে বলেন, যেকোনো মূল্যে সৈয়দপুরের ফুটপাত দখলমুক্ত রাখা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল ও জরিমানা করা হবে।  

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।