ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপি’র মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপি’র মতবিনিময়

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।  

বুধবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের পুলিশ অফিসার্স ক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বাংলানিউজকে বলেন, গোপালগঞ্জে জনবান্ধব মানবিক পুলিশিং কার্যক্রম চালিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চাই। মাদক, জুয়া, ইভটিজিং, ধর্ষণ, চুরিরোধে তিনি সকলের আন্তরিকতা ও সহায়তা কামনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাত আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী, মুকুসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ জানুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।