ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে হকারদের কম্বল বিতরণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
মৌলভীবাজারে হকারদের কম্বল বিতরণ হকারদেরকে কম্বল বিতরণ। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সকালে প্রথম আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই পাঠকের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেন হকার। তাদের মাধ্যমেই দেশ-বিদেশের খবর জানতে পারে দেশের মানুষ।

সেই হকারদের শীত লাঘবে এগিয়ে এসেছে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে হকারদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্তের পরিচালনায় ও সহ-সভাপতি অশোক কুমার দাশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো. শরীফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আজাদুর রহমান, ইমজা সাধারণ সম্পাদক বকসি মিছবাহুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০২০
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।