ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
পীরগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পীরগঞ্জ রোডে নসিমন ও আখের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে পীরগঞ্জের লোহাগাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল পীরগঞ্জ সদর উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোতালেবের ছেলে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিরাজ আলী বাংলানিউজকে জানান, শিবগঞ্জ থেকে পীরগঞ্জ যাওয়ার পথে আখের ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। আহত ব্যক্তি কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।