ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ২ মর্টারশেল নিষ্ক্রিয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
বকশীগঞ্জে ২ মর্টারশেল নিষ্ক্রিয়

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে দু’টি মর্টারশেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পাঁচ সদস্যের একটি দল।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, মর্টারশেল দু’টি চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বকশীগঞ্জের সূর্যনগর এলাকা থেকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

পুলিশের ধারণা, ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল দু’টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়রা খবর দিলে মর্টারশেল দু’টি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার বিকেলে বকশীগঞ্জ থানার সামনে একটি ফাঁকা জমিতে মর্টারশেল দু’টির বিস্ফোরণ ঘটনো হয়। পরিদর্শক আজিজুল হকের নেতৃত্বে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পাঁচ সদস্যের দল এ মর্টারশেল দু’টি নিষ্ক্রিয় করে।

বিস্ফোরণের শব্দ আশপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ওই জমিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।