ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ অনেক ভালো জায়গা: ডিসি মোস্তাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
নারায়ণগঞ্জ অনেক ভালো জায়গা: ডিসি মোস্তাইন বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ নিয়ে নানা রকম কথাবার্তা বাইরে শোনা যায়। আমি মনে করি নারায়ণগঞ্জ অনেক ভালো জায়গা।

এ জেলা সুন্দর, আমরা সুন্দরের সঙ্গে থাকতে চাই।  

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আর তাই একজন বীর মুক্তিযোদ্ধার দিকে তাকালে আমি আমার বাবার চেহারা দেখতে পাই। মুক্তিযোদ্ধারা বিগত দিনে আমার সব ভালো কাজে সহায়তা করেছেন। নারায়ণগঞ্জেও আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে থাকতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই। আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন, বঙ্গবন্ধু কোন দলের না। আমাদের লাল সবুজের পতাকা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে হয়েছে। মুক্তিযোদ্ধারা বেঁচে ফিরে আসবেন সেটি তো চিন্তা করে যাননি, তারা মারাও যেতে পারতেন। আর তাই তাদের এই সম্মান আমি আজীবন দিতে চাই।

তিনি আরও বলেন, আমি বরগুনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কাজ করেছি। সাধারণ মানুষ যেন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা সম্পর্কে জানতে পারে সেজন্য সেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে ৭১ এর টর্চার সেল খুঁজে বের করেছি। মুক্তিযোদ্ধাদের যেকোন সমস্যায় আমি আছি, থাকবো। আমি থাকতে মুক্তিযোদ্ধাদের কোন নাতি সন্তানের টাকা পয়সার অভাবে পড়ালেখা বন্ধ হবেনা।  

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নূরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।