ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২ চেয়ারম্যানের ৪ ভাটাসহ ১১ ইটভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
২ চেয়ারম্যানের ৪ ভাটাসহ ১১ ইটভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা মোট ১১টি ইটভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসব ভাটার মধ্যে চারটির মালিক উপজেলা সোমভাগ ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

 

সোমবার (০৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

এসময় সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলীর মালিকানাধীন অবৈধ আমেনা ব্রিকসকে ২০ লাখ টাকা, আইরিন ব্রিকসকে দুই লাখ ও লাকি ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার কালামপুর ব্রিকসকে পাঁচ লাখ টাকা এবং অন্যদের মালিকানাধীন এ আর এম ব্রিকসকে ছয় লাখ, এসবি-এক ও এসবি-দুই ব্রিকসকে দুই লাখ, পদ্মা ব্রিকসকে ছয় লাখ, নুর ব্রিকসকে এক লাখ, ফারুক ব্রিকসকে এক লাখ ও হোসেন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার সব টাকা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বাংলানিউজকে বলেন, পরিবেশের কথা চিন্তা না করে এসব ইটভাটার মালিকরা অবৈধভাবে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। কিছু ইটভাটাকে জরিমানা করা হয়েছে ও কিছু ইটভাটার চুলা ভেঙে দেওয়া হয়েছে।  

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মো. রাজীব, পরিদর্শক জেসমিন আক্তার, পরিদর্শক ফাতেমাতুজ জহুরা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।