ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২য় দিনে ৯৪ টন বর্জ্য অপসারণ করলো ডিএসসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
২য় দিনে ৯৪ টন বর্জ্য অপসারণ করলো ডিএসসিসি

ঢাকা: রাজধানীর পান্থপথ বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের দ্বিতীয় দিনে ৯৪ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) এ বর্জ্য অপসারণ করা হয় বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়।

 

বর্জ্য অপসারণের দ্বিতীয় দিনে পান্থকুঞ্জ পার্কের দুটি ড্রেনেজ পিট থেকে ম্যানুয়ালি ১৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়াও পান্থপথের তিনটি ড্রেনেজ পিট থেকে ৭৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সব মিলিয়ে পান্থপথ বক্স কালভার্টের পাঁচটি ড্রেনেজ পিট থেকে সর্বমোট ৯৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

পানি প্রবাহ সৃষ্টি ও জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর পান্থপথ বক্স কার্লভার্টে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়।  

অপরদিকে নগরীর শ্যামপুর, জিরানি, মাণ্ডা ও কালু নগর খালে পানি প্রবাহ ফিরিয়ে আনার প্রাথমিক কার্যক্রম হিসেবে ম্যানুয়ালি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও একই সঙ্গে শ্যামপুর, জিরানি ও মাণ্ডা খালের সীমানা নির্ধারণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

খালগুলোর বর্জ্য অপসারণ ও সীমানা নির্ধারণ কার্যক্রমে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৮০ জন শ্রমিক অংশ নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।