ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। ছবি: বাংলানিউজ

খুলনা: মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা (হেলথ ক্যাম্প) কার্যক্রম এবং স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে খুলনার শহিদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, বলাকা রায়, আঞ্জুমান আরা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান হওয়া প্রয়োজন। সন্তান যেন খারাপ পথে না যায় সে দিকে অভিভাবকদের বেশি খেয়াল রাখতে হবে।

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে প্রায় চার হাজার ভাতা ভোগী রয়েছে।

অনুষ্ঠানে ১৬ থেকে ২৮ নম্বর ওয়ার্ডের প্রায় আটশ জন মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পরে মা ও শিশুদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ০৪ , ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।