ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বিষয়ক প্রশিক্ষণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ঝিনাইদহে করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বিষয়ক প্রশিক্ষণ 

ঝিনাইদহ: ঝিনাইদহে করোনা ভাইরাসের গুজব, বিভ্রান্তি ছড়ানো বন্ধ ও করোনায় মৃত্যুবরণকারীদের দাফন-কাফন বিষয়ে ইমাম ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হয়েছে।

সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ঝিনাইদহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ ও জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান।  

আলোচনা সভায় জেলার ছয় উপজেলার ইমাম ও করোনায় মৃত্যুবরণকারীদের দাফনকারীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।