ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পিকআপভ্যানের চাপায় নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
বান্দরবানে পিকআপভ্যানের চাপায় নারী নিহত  দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবান শহরের আমতলী পাড়ায় পিকআপভ্যানের চাপায় নাজমা বেগম (৫৫) এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন 
পিকআপভ্যানের চালক মো. লিয়াকত আলী (৫৮) ও আরো দুই পথচারী।

 

রোববার (৩ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নাজমা বান্দরবান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ময়দা বহনকারী একটি পিকআপভ্যান বান্দরবান আসছিল। পথে বান্দরবান শহরের আমতলী পাড়ায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপভ্যানটি সড়কের পাশে উল্টে যায়। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নাজমা পিকআপভ্যানের নীচে চাপা পড়েন। এসময় গুরুতর আহত হন পিকআপচালক ও দুই পথচারী হয়।
 
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা নাজমা বেগম ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নাজমা বেগমেকে মৃত ঘোষণা করেন।  

এদিকে দুর্ঘটনার পর পিকআপচালক মো. লিয়াকত আলীকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৩ ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।