ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীর সেই অন্ধ পারেছা পেলেন অর্থ সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
গাংনীর সেই অন্ধ পারেছা পেলেন অর্থ সহায়তা  পারেছার হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: গাংনীর ভবানীপুর গ্রামের ৫ সদস্যের অন্ধ পরিবারের সেই পারেছা পেলেন আর্থিক সহায়তা। বাংলানিউজে সংবাদ প্রকাশের পর ঢাকার জনৈক এক ব্যক্তি তাকে নগদ ১০ হাজার টাকার সহায়তা দেন।

রোববার (৩ জানুয়ারি) বিকেলে অন্ধ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই অসহায় পরিবারের জন্য শীতবস্ত্র দেওয়া হয়।

১৫ ডিসেম্বর বাংলানিউজে ‘দৃষ্টি-মানসিক প্রতিবন্ধী ৫ জনের সংসার, বেঁচে থাকার সংগ্রাম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক জনৈক ব্যক্তি নগদ ১০ হাজার টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই পরিবারের হাতে তুলে দেন।

মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী শাহিনের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী পারেছা খাতুন। স্বামী, মানসিক ভারসাম্যহীন ননদ, বৃদ্ধ অন্ধ মা রঙ্গিলা আর দৃষ্টি প্রতিবন্ধী দুই সন্তানকে নিয়ে তার পাঁচ জনের সংসার।  

স্বামী শাহিনকে কামলার কাজে পাঠিয়ে আবার সঙ্গে করে নিয়ে আসে বাড়িতে। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় শাহিনের মজুরি দেওয়া হয় অর্ধেক। এই সামান্য টাকা দিয়ে অত্যন্ত কষ্টসাধ্য জীবন ধারণ করছিলেন।

তাদের মাথা গোঁজার ঠাঁইও ছিল না। স্থানীয় ও প্রবাসী কয়েকজন যুবক কোনরকম থাকার ঘরটি ঠিক করে দিয়েছে। আগামীতে দৃষ্টিহীন এই দুই সন্তানের কী হবে এটা ভেবে কুল পান না পারেছা। তবুও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি।
 
** দৃষ্টি-মানসিক প্রতিবন্ধী ৫ জনের সংসার, বেঁচে থাকার সংগ্রাম

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।