ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়নের টাকা নেতাদের কারও পকেটের না: তন্ময়

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
উন্নয়নের টাকা নেতাদের কারও পকেটের না: তন্ময়

বেনাপোল (যশোর): ‘এলাকায় যেসব বড় নেতারা বলে আমি উন্নয়ন করেছি এ উন্নয়নের টাকা নেতাদের কারও পকেটের না। শেখ হাসিনার দেওয়া বরাদ্ধ।

আর এই বরাদ্ধ যারা সঠিকভাবে সমাজের উন্নয়নের কাজে লাগায় তারাই প্রকৃত জনগনের নেতা। ’

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে ভারত থেকে ফোরার পথে বেনাপোল বন্দর এলাকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় বাগেরহাট-২ আসনের এমপি ও শেখ পরিবারের সন্তান শেখ সারহান নাসের তন্ময় একথা বলেন।

এর আগে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বেনাপোল চেকপোস্টে শূন্য রেখায় এমপি তন্ময়কে ফুলেল শুভেচ্ছা জানায় শত শত নেতাকর্মীরা।

বেনাপোল বন্দর এলাকায় উপজেলা আ.লীগের আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, কোষাধ্যাক্ষ খোদা বক্স, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এমএমআই/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।