ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়নুলের জন্মদিন উপলক্ষে চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
জয়নুলের জন্মদিন উপলক্ষে চিত্র প্রদর্শনী

বরিশাল: শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে চিত্রপ্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চারুকলা বরিশালের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীর উদ্বোধনকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শিল্পাচার্য আমার দেশের অহংকার। তিনি আমাদের দেশের পরিচিতি তুলে ধরেছেন বিশ্বের সর্বত্র। শিল্পীকে বাঁচিয়ে রাখতে হলে তার অংকন ঐতিহ্য সবার মাঝে তুলে ধরা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনে ছাত্র ড. কাজী মোজাম্মেল হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হোসেন আকাশ, শিশু সংগঠক ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকতা পংকজ রায় চৌধুরী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এর আগে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রদর্শনীতে অংশ নেয়া শিশু শিল্পীরা জানান, লকডাউনের পর শিল্পীদের আঁকা চিত্র নিয়ে এমন আয়োজন শান্তি দিচ্ছে মনে। এতে অংশ নিয়ে আনন্দিত আমরা।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।