ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়লো ১২ কেজির আইড় মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
পদ্মায় ধরা পড়লো ১২ কেজির আইড় মাছ ১২ কেজির আইড় মাছটি। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ।  

সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে স্থানীয় জেলে কেসমত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বাংলানিউজকে জানান, ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রতিদিনের মতো জাল ফেলেন কেসমত হালদার। এ সময় তার জালে ১২ কেজির আইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে নিয়ে এলে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ২১ হাজার ৬০০ টাকায় কিনে নেন তিনি। পরে মাছটি তিনি ২ হাজার টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।