ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাপাহারে দেয়াল ধসে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
সাপাহারে দেয়াল ধসে যুবকের মৃত্যু প্রতীকী

নওগাঁ: নওগাঁর সাপাহারে দেওয়াল ধসে সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোহাগ নওগাঁর পত্নীতলা উপজেলার অর্জুনপুর ভাবুক গ্রামের লতিফর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ময়েন উদ্দীনের আমের আড়ত সংস্কারে কাজ চলছিল। এ সময় আড়তের ম্যানেজার সোহাগ দাঁড়িয়ে থেকে কাজ দেখা-শোনা করছিল। হঠাৎ ঝুঁকিপূর্ণ দেয়ালের পিলার ভেঙে তার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।