ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত চেয়ারম্যান আব্দুল কাদের

মানিকগঞ্জ: বিচার প্রার্থী এক গৃহবধূকে (৪৫) ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মামলার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাষ্কর সাহা বাংলানিউজকে নিশ্চিত করেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের কাছে ইউনিয়ন পরিষদে যান। এরপর ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান। তখন চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। চেয়ারম্যানকে ভাই, দাদা ও বাপ ডেকেও রক্ষা পাননি তিনি। আব্দুল কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থা, গুচ্ছগ্রামে বাড়ি ও কাজ দেওয়ার প্রলোভনও দেখান এবং পরদিন গৃহবধূকে ৫০০ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।