ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচদোনায় সিনেমা হল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
পাঁচদোনায় সিনেমা হল থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর পাঁচদোনা উপজেলায় পরিত্যক্ত একটি সিনেমা হল থেকে আকাশ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

আকাশ নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ী এলাকার আকবর মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, আকাশ গাজীপুরের টঙ্গি এলাকায় বসবাস করে নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতেন। তিনি টঙ্গী থেকে ট্রেনে নরসিংদী এসে ভাঙারি মালামাল সংগ্রহ করে রাতের ট্রেনে টঙ্গী ফিরে যেতেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে টঙ্গিতে না পৌঁছানোয় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর শনিবার দুপুরে সন্দেহবশত পাঁচদোনা ঝংকার সিনেমা হলের ভেতরে খোঁজ করলে আকাশের মরদেহ উদ্ধার হয়।  

সিনেমা হলটি বন্ধ থাকা এবং লোকজন না থাকার সুযোগে আকাশসহ কয়েকজন টোকাই প্রতিনিয়ত ওই সিনেমা হলের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মাদক সেবন করতেন বলে জানা গেছে।  

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।