ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিএনসিসির সেবা সপ্তাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
বাগেরহাটে বিএনসিসির সেবা সপ্তাহ শুরু বিএনসিসির সেবা সপ্তাহ শুরু। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্টের সরকারি পিসি কলেজ প্লাটুনের সেবা সপ্তাহ শুরু হয়েছে।  

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট সরকারি পিসি কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

 

এসময় বাগেরহাট সরকারি পিসি কলেজের উপধ্যাক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম, প্রফেসর ক্যাপ্টেন মো. শাহ আলম ফরাজী, সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার মেজর মো. জসীম উদ্দিন, প্লাটুন কমান্ডার মো. সাইফুর রহমান ফারুকীসহ বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালি শেষে করোনা প্রতিরোধে মাস্ক, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে মশা নিধন স্প্রে করেন বিএনসিসি সদস্যরা।

শনিবার (২৬ ডিসেম্বর) শুরু হওয়া এই সেবা সপ্তাহের কর্মসূচি আগামী শুক্রবার (০১ জানুয়ারি) পর্যন্ত চলবে।
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।