ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে খালে প‌ড়ে নি‌খোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
গোপালগ‌ঞ্জে খালে প‌ড়ে নি‌খোঁজ যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপ‌জেলার উলপুর ব্রিজের রেলিং থেকে খালে পড়ে নিখোঁজ হওয়া যুবক মোরাদ শেখের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উলপুর ব্রিজ এলাকা থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

মোরাদ শেখ সদর উপ‌জেলার গোবরা গ্রা‌মের খোকা মিয়া শে‌খের ছে‌লে। তিনি উলপুর বাজা‌রে রা‌সেল শে‌খের ওয়ার্কস‌পের শ্রমিক ছিলেন।        

জানা যায়, গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) ওয়ার্কস‌পের কাজ শে‌ষে রাত ৮টার দিকে মোরাদ ক‌য়েকজন বন্ধু‌দের সঙ্গে ব্রিজের রে‌লিং এর উপর ব‌সে গল্প কর‌ছিলেন। হঠাৎ তিনি রেলিং থে‌কে পা‌নি‌তে পড়ে ত‌লি‌য়ে যান। খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও মোরাদের সন্ধান পায়নি। রাতেই খুলনায় ডুবুরি দল‌কে খবর দেওয়া হ‌য়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, শনিবার সকা‌লে হুমায়ন কবীরসহ তিন সদস্যের একটি ডুবুরি দল খুলনা থেকে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।