ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

বগুড়া: বগুড়ায় ২৭৪ বোতল ফেন্সিডিলসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বগুড়া র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রবিউল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিলামপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৭৪ বোতল ফেন্সিডিলসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সীমকার্ডসহ মোবাইল ও নগদ এক হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে বগুড়া র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
কেইউএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।