ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে শীতার্তদের জন্য তহবিল সংগ্রহ ছাত্রফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
বরিশালে শীতার্তদের জন্য তহবিল সংগ্রহ ছাত্রফ্রন্টের

বরিশাল: বরিশালের শীতার্তদের জন্য তহবিল সংগ্রহ করছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তহবিল সংগ্রহের উদ্বোধন করেন জেলার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

এ সময় ছাত্রফ্রন্ট এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. মনীষা চক্রবর্তী জানান, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শীতার্ত মানুষের জন্য সরকারি সহায়তা অপ্রতুল। এ কারনে নগরীর বিভিন্ন বস্তিবাসীর মধ্যে শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শীতবস্ত্র কেনার জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।